Haridhan mukherjee biography of barack
[MEMRES-5].
হরিধন মুখোপাধ্যায়
হরিধন মুখোপাধ্যায় (১০ নভেম্বর ১৯০৭ - ২৬ ডিসেম্বর ২০০৪) পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা এবং গায়ক। তিনি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বাংলা থিয়েটারে তার কাজের জন্য পরিচিত। তাঁর বহুমুখী অভিনয়ের প্রতিভার জন্য চরিত্রগুলিকে জীবন্ত করে তুলেছিলেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]হরিধন মুখোপাধ্যায় ১৯০৭ সালের ১০ই নভেম্বর ব্রিটিশ ভারতের ২৪ পরগণার গোবরডাঙ্গার কাছে খাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তাঁর আসল নাম ছিল দীনবন্ধু মুখোপাধ্যায়। তাঁর পিতার নাম ভুবনমোহন এবং মাতার নাম গিরিবালা দেবী। তাঁর বাবা খুব অল্প বয়সে মারা যান, তাঁর মা দুই ভাইকে বড় করে তোলেন। তিনি শ্যামবাজার এ ভি স্কুলে পড়াশোনা করেন। চরম আর্থিক অনটনের জন্য তিনি স্কুলে বন্ধুদের কাছে লজেন্স বিক্রি করতেন। অল্প কিছু দিনের মধ্যে ৩০ টাকা জমিয়ে তিনি সাবান, পাউডার করতে লাগল তারপর চাল ব্যবসা করলেন সে ব্যবসাও চলল না । দাদার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে শুরু করলেন হাতিবাগানে আলু বিক্রি করতেন। তিনি স্কুলের নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন এবং একদিন ঐ স্কুলের সেক্রেটারি নাট্যকার অমৃ