Pagol hawa by srikanto acharya biography


  • Pagol hawa by srikanto acharya biography
  • [MEMRES-5]...

    শ্রীকান্ত আচার্য

    শ্রীকান্ত আচার্য (জন্ম ৫ জুলাই)[১] হলেন একজন ভারতীয় আধুনিক গানের শিল্পী, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তার রবীন্দ্র সঙ্গীতেও খ্যাতি রয়েছে।[২][৩][৪][৫]

    প্রাথমিক জীবন

    [সম্পাদনা]

    শ্রীকান্ত আচার্য ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি রোহিণী নন্দন আচার্য এবং কনা আচার্যের পুত্র। শ্রীকান্ত আচার্যের মায়ের বাড়ি বিক্রমপুরে। দেশভাগের আগে তাঁর মামারা চলে যান বিক্রমপুর থেকে[৬]। ১৯৯৬ সালে যখন তিনি প্রথম চাকরিবাকরি ছেড়ে গান গাইবার সিদ্ধান্ত নেন, তখন প্রথম যে কোম্পানির সঙ্গে গান রেকর্ডিং এর জন্য চুক্তিবদ্ধ হন, সেই কোম্পানির কর্তৃপক্ষ ট্রেনার হিসেবে সুমিত্রা সেনকে নির্বাচন করেন[৭]। তিনি দক্ষিণী থেকে রবীন্দ্রসঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ওস্তাদ আলী আহমেদ খানের কাছ থেকে তবলার প্রশিক্ষণও গ্রহণ করেন।

    অভিনয়

    [সম্পাদনা]

    সঙ্গীতের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন শ্রীকান্ত। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর